তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল

তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। কেননা অনেকেই তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে অনেক ধরনের তর্কে জড়িয়ে থাকেন। তাহাজ্জুদ নামাজ কে সুন্নত বলে আবার কেউ তাহাজ্জুদ নামাজকে নফল বলে থাকেন। 
নামাজ
নামাজ

তাই এই বিষয়ে অবশ্যই সঠিক ধারণাটা প্রত্যেকের থাকা জরুরি। নিচে তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল এই নিয়ে সারসংক্ষেপে কিছুটা আলোচনা করার চেষ্টা করা হয়েছেঃ

তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল?

তাহাজ্জুদ নামাজ সুন্নত ও নফল সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে কোন আমল আল্লাহর বান্দা গণ অনুসরণ করলেই তার সুন্নাহ হিসেবে বিবেচিত হবে। তাছাড়া ফরজ ছাড়া যত ইবাদাত রয়েছে সবই নফল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। 

তাই মহান আল্লাহতালা পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ হিসেবে ঘোষণা দিয়েছেন। আর এছাড়া যত সালাত রয়েছে তা সবকিছুই নফল ও অতিরিক্ত। তাছাড়া রাসুলল্লাহ সাল্লাল্লাহু সালাম আরো বলেছেন যে সুন্নত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সেই সুন্নাহ যার ওপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে।

আরেকটা হলো অতিরিক্ত সুন্নাহ হিসেবে যে সুন্নাহ প্রমাণিত হয়েছে। তাহাজ্জুদ হচ্ছে সাধারণত এই পর্যায়ের সালাদ। তাহলে বলা যায় তাহাজ্জুদ নামাজ নফল এই দিক থেকে, কেননা এটি ফরজ বা ওয়াজিব নয়। আর যেহেতু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সালাম আদায় করেছেন তাই এটি সুন্নত। 

তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে তাহাজ্জুদ নামাজ নফল ইবাদত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কখনো তাহাজ্জুদ নামাজ চার রাকাত পড়তেন আবার কখনো ছয় রাকাত পড়তেন। আবার মাঝেমধ্যে তিনি ৮ রাকাত ও ১০ রাকাত করেও পড়তেন।

শেষ কথা, আশা করি ইতিমধ্যে তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল এই বিষয়ে পরিপূর্ণ ধারণা হয়ে গিয়েছে। তারপরে যদি এই নিয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।
Next Post Previous Post