সূরা ইখলাস | সূরা ইখলাস বাংলা উচ্চারণ ছবি

আজকের পোস্টে সূরা ইখলাস কোথায় অবতীর্ণ হয়েছে এ সুরার আয়াত কয়টি এবং সূরা ইখলাস এর ফজিলত কি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন। 

সূরা ইখলাস
সূরা ইখলাস

ইখলাস অর্থ হল একনিষ্ঠতা ও ভক্তিপূর্ণ উপাসনা।সূরা ইখলাস কুরআনের তিন ভাগের এক ভাগ ঘোষণা করা হয়েছে। কুরআনুল কারিমের ১১২ তম ও ছোট হচ্ছে সূরা ইখলাস৷ 

সূরা ইখলাস এর বাংলা অর্থ কি?


আরবিঃ

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ – اللَّهُ الصَّمَدُ – لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ – وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণঃ 

কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুচ্চামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।’

অর্থঃ (হে রাসুল! আপনি) বলুন, তিনিই আল্লাহ, এক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। আর এই পৃথিবীতে তার সমতুল্য কেউ নেই।’
Next Post Previous Post