সুন্নত কাকে বলে কত প্রকার ও কি কি | সুন্নত কাজ গুলো কি কি
সুন্নত শব্দের অর্থ কি?
সুন্নত অর্থ পথ পন্থা রীতি নিয়ম পদ্ধতি ইত্যাদি৷![]() |
মসজিদ |
সুন্নত কাকে বলে?
পরিভাষায় মহানবি (স.) থেকে যে সমস্ত কাজ ইসলামি শরিয়তের বিধান হিসেবে নির্ধারিত হয়েছে সেগুলোকে বলা হয় সুন্নত৷ অর্থাৎ যে সকল কাজ মহানবি (স.) নিজে করছেন বা যা করার জন্য নির্দেশ দিয়েছেন কিংবা অনুমোদন করছেন তাকে সুন্নত বলা হয়৷সুন্নত কত প্রকার ও কি কি?
সুন্নত দুই প্রকারঃ- সুন্নতে মুয়াক্কাদাহ
- সুন্নতে যায়দাহ
সুন্নতে মুয়াক্কাদাহ কি?
যে সকল কাজ মহানবি হযরত মুহাম্মদ (স.) নিজে সর্বদাই পালন করতেন অন্যদেরকে তা পালনের তাগিদ দিতেন তাকে সুন্নত মুয়াক্কাদাহ বলে৷ যেমন আযান ও ইকামত দেওয়া ফরজের ফরজ নামাযের পূর্বে দুই রাকআত যোহরের ফরজের পূর্বে চার রাকআত ও পরে দুই রাকআত মাগরিব ও এশার ফরজের পর দুই রাকআত নামায আদায় করা সুন্নতে মুয়াক্কাদাহ৷ সুন্নতে মুয়াক্কাদাহ ওয়াজিবের কাছাকাছি৷ এগুলো পালন করা কর্তব্য৷ ইচ্ছাকৃতভাবে বা অবহেলাবশত বিনা কারণে এগুলো পালন না করলে গুনাহ হয়৷সুন্নতে যায়িদাহ কি?
সুন্নতে যায়িদাহ হল অতিরিক্ত সুন্নত৷ পরিভাষায় যে সকল কাজ নবি (স.) করেছেন বলে প্রমাণিত তবে তিনি সর্বদা তা পালন করতেন না বরং কখনো করতেন আবার কখোনো ছেড়ে দিতেন এসব কাজকে সুন্নত যায়িদাহ বলা হয়৷ মহানবি (স.) এরূপ কাজ করার জন্য উম্মতকে উৎসাহিত করছেন৷ তবে এ ব্যাপার তিনি তাগিদ করেননি এবং তা না করলে গুনাহ হয় না৷সুন্নতে যায়িদাহকে সুন্নতে গায়রে মুয়াক্কাদাহও বলা হয়৷ যেমন আসর ও এশার ফরজের পূর্বে রাকআত সুন্নত নামায আদায় করা৷ সুন্নতে যায়িদাহ পালনে অনেক সাওয়াব অর্জন করা যায়।