আকিকার দোয়া | আকিকা দেওয়ার নিয়ম | ছাগল দিয়ে আকিকার নিয়ম
আজকের আর্টিকেলে আকিকার দোয়া, মেয়ে আকিকার দোয়া, আকিকার দোয়া বাংলায়, আকিকার দোয়া এবং নিয়ম, আকিকার দোয়া আরবিতে ইত্যাদি বিষয় জানতে পারবেন। সন্তান হল আল্লাহ তাআলার দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ একটি নেয়ামত।
![]() |
আকিকার দোয়া |
সন্তানের প্রতি রয়েছে পিতা-মাতার অনেক দায়িত্ব ও কর্তব্য। তার মধ্য অন্যতম একটি হচ্ছে আকিকা করা। আকিকা সন্তানের কল্যান এবং ভালোর জন্য সন্তান জন্মের ৭ম দিন করা উওম তবে ১৪, ২১ বা ২৮তম দিনেও ইহা করা যায়।
আকিকা শব্দের অর্থ কি?
আকিকা হচ্ছে আরবি শব্দ। এই শব্দের অর্থ হল কাটা বা পৃথক করা। আকিকার পারিভাষিক অর্থ হল বাচ্চা বা নবজাতক জন্মের কৃতজ্ঞতা আদায়ের জন্য যে পশু জবাই করা হয় তাকে বুঝানো হয়।
আকিকার দোয়া?
আরবিঃ
الله حجيي أكيكاتو ابن فولانين دموهابيداميهي ولحموها بلاحميها وعظمها بيازمها وزيلدوها بزلاديهي وشا روحها بشري الله الله ، الله فيدا علي ابن مينارউচ্চারণঃ
আল্লাহুম্মা হাযিহী আকিকাতু ইবনী ফুলানিন দামুহাবিদামিহী ওয়া লাহমুহা বিলাহমিহী ওয়া আজমুহা বিআযমিহী ওয়া জিলদুহা বিজিলাদিহী ওয়া শা রুহা বিশাররিহী আল্লাহুম্মাজআলহা ফিদাআল্লি ইবনী মিনান্নার।মেয়েদের আকিকার নিয়ম?
আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আকিকা দেওয়া হয়। যাতে সন্তানের কোন ধরনের বালা মুসিবত না হয়। যদি ছাগল আকিকা দেন তাহলে মেয়ে সন্তানের জন্য ১টি ছাগল আকিকা দিলেই হবে। (আবু দাউদ ও নাসায়ি)।ছেলেদের আকিকার নিয়ম?
আপনি যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে থাকেন। তাহলে সেই ছেলে সন্তানের আকিকা দেওয়ার জন্য ২ ছাগল প্রয়োজন। অর্থাৎ ছেলেদের আকিকার নিয়ম হচ্ছে ২ ছাগল কুরবানি দেওয়া। (আবু দাউদ ও নাসায়ি)।আকিকার গোস্ত খাওয়ার নিয়ম?
আকিকা দেওয়ার পরে গোস্তগুলো আত্মীয় স্বজন গরিব অসহায় ফকির মিসকীনদের মধ্যে বন্টন করে দেওয়ার পরে কিছুটা গোস্ত রেখে সেগুলো নিজেরাও খেতে পারবেন।আর যদি আপনার সন্তান বড় হয়ে যায় ও তারপরে আকিকা দেওয়া হয়। তাহলে সে নিজের আকিকার গোস্ত নিজেই খেতে পারবে।
আকিকার জন্য ছাগলের বয়স?
ছাগল দিয়ে আকিকার নিয়ম ও দোয়া সম্পর্কে ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন। কিন্তু আপনাদের আরও একটি বিষয় জানা খুবই প্রয়োজন। তা হল আকিকার জন্য ছাগলের বয়স কত হতে পারে।আকিকার জন্য ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে। এক বছর পার হওয়ার পরে সেই ছাগল দিয়ে আপনার আকিকা দেওয়াই উত্তম হবে।
অনলাইন ইনকাম সম্পর্কে বিস্তারিত জানতে বেকার আইটি এই ওয়েবসাইটি ভিজিট করুনঃ https://bekarit.com