ইফতারের দোয়া

রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার। মহান আল্লাহ তাআলা রোজা রাখার পুরস্কার হিসেবে অনেক কিছু রেখেছে।

ইফতারের দোয়া
ইফতারের দোয়া

নবীজি (সা.) বলেন, রোজাদারের জন্য দুটি খুশি, একটি ইফতারের সময় এবং অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।(বুখারি, ১৯০৪)।

ইফতারের আগে দোয়া?

ইফতারের আগে রোজাদার এর দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অত্যাচারিত ব্যক্তির দোয়া, ন্যায়পরায়ণ শাসক এবং রোজাদার যখন সে ইফতার করে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস ১৭৫২)।

ইফতারের দোয়া?

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

ইফতারের দোয়ার বাংলা উচ্চারণ? 

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

ইফতারের দোয়ার অর্থ?

হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিজের মাধ্যমে  ইফতার করছি। (মুআজ ইবনে জাহরা থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস : ২৩৫৮)
Next Post Previous Post
banner