গলায় কাটা নামানোর দোয়া?
আমরা মাছে ভাতে বাঙালীরা, মাছ খেতে গিয়ে অনেক সময় গলায় কাঁটা বিঁধেনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে।
![]() |
গলায় কাটা নামানোর দোয়া |
গলায় কাটা নামানোর দোয়া?
আরবিঃ
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَউচ্চারণঃ
ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।’অর্থ অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয়। (সূরা আল-ওয়াকিয়াহ ( ﺍﻟﻮﺍﻗﻌﺔ ), আয়াত: ৮৩)।
আপনারা এই দোয়াটি পড়ে অতঃপর ঢোক গিলতে থাকবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে কাটা চলে যাবে ইনশাল্লাহ।