গলায় কাটা নামানোর দোয়া?

আমরা মাছে ভাতে বাঙালীরা, মাছ খেতে গিয়ে অনেক সময় গলায় কাঁটা বিঁধেনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে।
গলায় কাটা নামানোর দোয়া
গলায় কাটা নামানোর দোয়া

গলায় কাটা নামানোর দোয়া?


আরবিঃ

فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ

উচ্চারণঃ

ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।’

অর্থ অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয়। (সূরা আল-ওয়াকিয়াহ ( ﺍﻟﻮﺍﻗﻌﺔ ), আয়াত: ৮৩)।

আপনারা এই দোয়াটি পড়ে অতঃপর ঢোক গিলতে থাকবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে কাটা চলে যাবে ইনশাল্লাহ।
Next Post Previous Post
banner