দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া আরবি

হাজার হাজার ইহুদী দাজ্জালের অনুসরণ করবে। কিয়ামতের পূর্বে মানুষ যেসব ভয়াবহ বিপদ এবং পরীক্ষার সম্মুখীন হবে তার মধ্যে দাজ্জালের ফিতনা হবে অন্যতম। 

দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া আরবি
দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া আরবি

দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি ও মহিলা (মুসনাদে আহমদ)।

দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া আরবি?


আরবিঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ النَّارِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ


উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কাবরি, ওয়া মিন আজাবিন্নারি, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ্দাজ্জাল।

অর্থঃ

হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি, জীবন ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। (বুখারি, হাদিসঃ১৩৭৭)।।

আল্লাহ তায়ালা আমাদেরকে সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমিন।।
Next Post Previous Post
banner