ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়া

মুমিনের সবচেয়ে বড় সম্পদ হল ঈমান। ঈমানি জীবন-যাপন ও ঈমান নিয়ে মৃত্যুবরণ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। ঈমানি জীবন-যাপন এবং ঈমানি মৃত্যু লাভের অন্যতম উপায় হচ্ছে কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা।
ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়া
ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়া

পৃথিবীর সকল প্রাণীকেই একদিন মৃ’ত্যু’র স্বাদ গ্রহণ করতে হবে। মৃ’ত্যু’র মাধ্যমেই দুনিয়ার সব প্রাণীরও অবসান হবে। মৃ’ত্যু’র সময় যে বা যারা ঈমানি কালেমা পাঠের মাধ্যমে মৃ’ত্যু’ব’র’ণ করবে তাদের পরকালীন জীবন হবে সহজ এবং সফল।

ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়া?


আরবিঃ

رَبَّنَاۤ اَفۡرِغۡ عَلَیۡنَا صَبۡرًا وَّ تَوَفَّنَا مُسۡلِمِیۡنَ

উচ্চারণঃ

রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফ্‌ফানা মুসলিমিন।

অর্থঃ 

হে আমাদের রব! আমাদের পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদের মৃ’ত্যু দান করুন। (সুরা আরাফ: আয়াত ১২৬)।

মহান আল্লাহ আমাদেে সবাইকে ঈমাণ নিয়ে মৃ’ত্যু’ব’র’ণ করার তাওফিক দান করুন। আমিন।
Next Post Previous Post
banner