সূরা লাহাব | সূরা লাহাব অর্থসহ
আজকের আর্টিকেলে সূরা লাহাব বাংলা উচ্চারণ, সূরা লাহাব বাংলা উচ্চারণ সহ, সূরা লাহাব বাংলা অর্থ, সূরা লাহাব এর শানে নুযুল ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
![]() |
সূরা লাহাব |
সূরা লাহাব এর মোট আয়াত রয়েছে পাঁচটি। কোরআন মাজিদের ১১১ নম্বর সূরা হল লাহাব। আর এই সূরা লাহাব মক্কায় নাজিল হয়েছে।
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ — مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ — سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ — وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ — فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
এই সূরা লাহাবে মহান আল্লাহ তাআলা আমাদের কে কি বুঝাতে চেয়েছেন। চলুন আমরা তা জেনে নেই, নিচে সূরাটির অর্থ মনযোগ দিয়ে পড়ি।
আরবি
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِتَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ — مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ — سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ — وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ — فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব্ব। মা আগনা আ’নহুমালুহু ওয়ামা কাসাব।সাইয়াছ্লা না-রন্ যা-তা লাহাবিঁও। ওয়ামরা আতুহু হাম্মা লাতাল হাতাব। ফি যিদিহা হাবলুম্মিম মাসাদ।
এই সূরা লাহাবে মহান আল্লাহ তাআলা আমাদের কে কি বুঝাতে চেয়েছেন। চলুন আমরা তা জেনে নেই, নিচে সূরাটির অর্থ মনযোগ দিয়ে পড়ি।
অর্থ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে৷ কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে। এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে৷ তার গলদেশে খর্জুরের রশি নিয়ে৷