সূরা ফাতিহা | সূরা ফাতিহা বাংলা অর্থ

আজকের আর্টিকেলে সূরা ফাতিহা বাংলা উচ্চারণ, সূরা ফাতিহা, সূরা ফাতিহা বাংলা অর্থ, সূরা ফাতিহা বাংলা অনুবাদ সহ অর্থ ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন।
সূরা ফাতিহা
সূরা ফাতিহা

কুরআন মাজীদের প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ এক অংশ হল সূরা আল ফাতিহা।

সূরা ফাতিহা বাংলা অর্থ?

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আরবিঃ

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ  

আলহামদুলিল্লাহি রাব্বীল আলামীন। 

অর্থঃ 
যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

আরবিঃ
الرَّحْمَٰنِ الرَّحِيمِ  

আররাহমানির রাহীম।

অর্থঃ 
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

আরবিঃ
مَالِكِ يَوْمِ الدِّينِ  

মা-লিকী ইয়াউমিদ্দ্বীন। 

অর্থঃ যিনি বিচার দিনের মালিক।

আরবিঃ
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

ইয়্যাকা-নাবুদু ওয়া ইয়্যাকা নাসতায়ীন।

অর্থঃ 
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

আরবিঃ
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ  

ইহদিনাস-সিরাতাল মুসতাক্বীম। 

অর্থঃ 
আমাদেরকে সরল পথ দেখাও।

আরবিঃ
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ 

সিরাত্বাল লাযিনা আন-আমতা আলাইহিম। গাইরিল মাগদুবি আলাইহিম। ওয়ালাদ্দুয়াল্লীন আমীন। 
 
অর্থঃ সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে ও যারা পথভ্রষ্ট হয়েছে।
Next Post Previous Post
banner