সূরা মাউন | সূরা মাউন বাংলা উচ্চারণ সহ | সূরা মাউন এর শানে নুযুল

সূরা মাউন কোথায় অবতীর্ণ হয়েছে, এ সূরার আয়াত কয়টি এবং সূরা মাউন এর ফজিলত কি এই সবগুলো প্রশ্নের উত্তর একসাথে জানতে পারবেন। 
সূরা মাউন
সূরা মাউন

সূরা মাউন পবিত্র কুরআনের ১০৭ তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সূরার শেষ আয়াতের শেষ শব্দটিকে এ সূরার নাম হিসেবে গণ্য করা হয়েছে। সূরাটির আয়াত সংখ্যা ৭টি।

সূরা মাউন আরবি অর্থ এবং বাংলা উচ্চারণ?


আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ  
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ — فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ — وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ — فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ — الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ — الَّذِينَ هُمْ يُرَاؤُونَ — وَيَمْنَعُونَ الْمَاعُونَ 

উচ্চারণঃ 

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরয়াইতাল্লাযী- ইয়ুকায্যিবু বিদ্দীন্। .ফাযা-লিকাল্লাযী ইয়াদু’উ’ল্ ইয়াতীমা। অলা-ইয়াহুদ্ব্দু ‘আলা-তোয়া‘আ- মিল্ মিসকীন্। ফাওয়াইলুল্লিল্ মুছোয়াল্লীনা।

আল্লাযীনাহুম্ ‘আন্ ছলা-তিহিম্ সা-হূন্।আল্লাযীনা হুম্ ইয়ুরা-য়ূনা। অইয়াম্ না‘ঊনাল্ মা-‘ঊন্। 

অর্থঃ 

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু। আপনি কি দেখেছেন তাকে,যে বিচারদিবসকে মিথ্যা বলে।সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়। এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। 

অতএব দুর্ভোগ সেসব নামাযীর, যারা তাদের নামাজ সম্বন্ধে বে-খবর, যা তারা লোক-দেখানোর জন্য করে। এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না। 
Next Post Previous Post