গোসলের সুন্নত কয়টি

আজকের আর্টিকেলে গোসলের সুন্নত কয়টি ও কি কি এসব বিষয় জানতে পারবেন। ইবাদতের আগে পবিত্রতা অর্জন করা আমাদের অন্যতম প্রধান কাজ। 
গোসলের সুন্নত কয়টি
গোসলের সুন্নত কয়টি

আর এই পবিত্রতা অর্জনের প্রধান উপায় হচ্ছে গোসল। নিচে গোসলে সুন্নত ছয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হলঃ

গোসলের সুন্নত ৬টিঃ 

  • গোসলের আগে পবিত্রতা অর্জনের নিয়ত করা।
  • গোসল শুরু করার আগে ‘বিসমিল্লাহ রাহমানির রাহিম’ পাঠ করা।
  • ঠিক ওযুর মতো করে দুই হাতের কব্জি পর্যন্ত ধোয়া।
  • প্রথমে শরীরের নাপাকি ভালো করে ধুয়ে ফেলা।
  • সমস্ত শরীর এবং মাথা তিনবার ধৌত করা।
  • প্রথমে ডান দিকে ৩বার ও বাম দিকে ৩ বার এবং মাথার ওপর তিনবার পানি প্রবাহিত করা৷
Next Post Previous Post