দোয়া ইউনুস | দোয়া ইউনুস বাংলা অর্থসহ

আজকের আর্টিকেলে দোয়া ইউনুস এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানতে পারবেন? পবিত্র কোরআন শরীফে ইউনুস (আ.)-এর নামে একটি সুরা রয়েছে৷ আর এই দোয়া ইউনুস পবিত্র কুরআন শরীফের ২১ তম সূরা আল-আম্বিয়ার ৮৭ তম আয়াত। 

দোয়া ইউনুস
দোয়া ইউনুস

আল্লাহর নবী ইউনুস (আ.) বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন।

দোয়া ইউনুস আরবি অর্থ এবং বাংলা উচ্চারণ?


আরবিঃ

 لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

উচ্চারণঃ

‘লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন।

অর্থঃ

তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান। আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত।

দোয়া ইউনুস পড়ার নিয়ম?

আমরা যখন কোন বালা-মসিবত, বিপদাপদ, দুশ্চিন্তা-পেরেশানি ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে আল্লাহ তাআলা উপর ভরসা করে, দোয়া ইউনুস পড়বো তখন আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিবেন। 

দোয়া ইউনুসের ফজিলত?

দোয়া ইউনুসের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। মহান আল্লাহর প্রিয় নবী হযরত ইউনুস আলাহিস সালাম এই “দোয়া ইউনুস” পাঠ করেই আল্লাহর রহমতে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। 

যখন ইউনুস (আ.) কে মাছে খেয়ে নিলো সেই বিপদের সময় ইউনুস (আ.) দোয়া ইউনুস বারবার পাঠ করেছিলেন। তিনি আল্লাহ তাআলা উপর ভরসা করেছিলেন বলেই আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে তার কুদরতি শক্তি দিয়ে ইউনুস (আ.) কে জীবিত ফেরান। 
Next Post Previous Post