গাড়িতে উঠার দোয়া | গাড়িতে উঠার দোয়া বাংলা | গাড়িতে উঠার দোয়া আরবি

আজকের আর্টিকেলে গাড়িতে উঠার দোয়া, গাড়িতে উঠার দোয়া বাংলা, নৌকা বা জাহাজে ভ্রমণের দোয়া ইত্যাদি বিষয় জানতে পারবেন। আমাদের সবখানেই একটা কাজ করা উচিত, তা হল মহান আল্লাহ তাআলার নাম নিয়ে চলা৷ 
যানবাহনে উঠার দোয়া
যানবাহনে উঠার দোয়া

আমরা যদি যানবাহনে ওঠার আগে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে উঠি, তাহলে আমাদের ভ্রমণটা সুন্দর ও নিরাপদ হবে৷ 

গাড়িতে উঠার দোয়া?


আরবিঃ

 بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ

উচ্চারণঃ

বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থঃ

আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার রহমত ছাড়া বিরত থাকা এবং মঙ্গল লাভ করার শক্তি এই পৃথিবীতে কারো নেই।

উপকারীতা

আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন কোন ব্যক্তি ঘর থেকে বের হয়, তখন সে এই দোয়া পড়বে। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৪২৬)।

যানবাহনে চড়ার পর হযরত মোহাম্মদ (সা.) এই দোয়াটি পড়তেনঃ

আরবিঃ 

 بسم الله الرحمن الرحيم سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ

উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা ওয়া-মা-কুন্না লাহু মুকরিনিন; ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্বালিবুন।

অর্থঃ

আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু এবং অশেষ করুণাময়। তিনি পূতপবিত্র ওই সত্তা তিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। 

আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী।

নৌকা বা জাহাজে ভ্রমণের দোয়া?


আরবিঃ

بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ

উচ্চারণঃ

বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসা-হা, ইন্না রাব্বি লা গাফুরুর রহিম।

অর্থঃ তোমরা এতে আরোহন কর। আল্লাহর নামেই এর গতি এবং স্থিতি। আমার পালনকর্তা অতি দয়ালু ও  মেহেরবান।

সফর শেষে থামার সময় এই দোয়া পড়বেনঃ

আরবিঃ

أَعُوذُ بِكَلِمَاتِ الله التَّامَّاتِ من شَرِّ ما خَلَقَ

উচ্চারণঃ 

আউজু বিকালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক।

অর্থঃ

আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে সব ধরনের বালামুসিবত থেকে নিরাপত্তা চাচ্ছি।
Next Post Previous Post