ইসলামে ছাত্র শিক্ষক সম্পর্ক | ছাত্র ও শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত

শিক্ষক হলেন আদর্শ জাতি গঠনের কারিগর৷ পিতা মাতার পরই শিক্ষকের মর্যাদা৷ শিক্ষক পরম ভক্তি ও শ্রদ্ধার পাত্র৷ পিতা মাতা সন্তানকে জন্ম দিয়ে শুধু লালন পালন করেন৷ পক্ষান্তরে শিশুদেরকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন একজন শিক্ষক৷ শিক্ষার্থীরা অনুকরণপ্রিয়া৷ কাজেই একজ শিক্ষক শিক্ষার্থীদের যে শিক্ষায় শিক্ষিত করবেন শিক্ষার্থীরা তাই শিখবে৷ 

শিক্ষর্থীদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী হবে শিক্ষকরাই ছোট বেলায় তা শিখিয়ে দেন৷ শিক্ষকগণ শিক্ষার্থীদের দর্মীয় নিয়ম কানুন আদব কায়দা শিষ্টাচার বিনয় নম্রতা নিয়মানুবর্ততা দয়া সহানুভূতি ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন যা তারা পরিণত বয়সে কাজে লাগিয়ে সার্বিক উন্নতি লাভ করে৷ 

ছাত্রদের সার্বিক কল্যাণ কামনায় শিক্ষকগণ যেভাবে ত্যাগের পরিচয় দেন তার জন্য শিক্ষকগণের যথাযথ সম্মান করা আমাদের কর্তব্য৷ ছাত্র শিক্ষক সম্পর্ক হল আত্মার সম্পর্ক৷ এটি পিতা পুত্রের সম্পর্কের ন্যায়৷ পিতা যেমন সর্বদা পুত্রের কল্যাণ কামনা করেন ও তাকে কল্যাণের পথে চলতে উদ্বুদ্ধ করেন শিক্ষকও তেমনি তাঁর ছাত্রের কল্যাণ কামনা করেন ও তাকে সৎ পথ দেখান৷ 
ছাত্র শিক্ষক সম্পর্ক
ছাত্র শিক্ষক সম্পর্ক

পুত্র তার পিতা থেকে সম্পদের উত্তরাধিকারী হয় অন্যদিকে ছাত্রও তার শিক্ষক থেকে জ্ঞানের উত্তরাধিকারী হয়৷ পুত্র যেমন পিতা থেকে প্রাপ্ত সম্পদের পরিচর্যা করে বড় সম্পদশালী হতে পারে শিক্ষার্থীও তেমনি শিক্ষক থেকে প্রাপ্ত জ্ঞান সমৃদ্ধ করে বড় জ্ঞানী হতে পারে৷ নবি ও রাসুল (আ.) গণ হলেন শিক্ষক আর তাঁদের উম্মত হল তাঁদের ছাত্র৷ রাসুলুল্লাহ (স.) এই উম্মতের জ্ঞানীদেরকে নবিদের উত্তরাধিকারী বলেছেন৷ 

তিনি বলেন আলেমগণ হলেন নবিদের উত্তরাধিকারী৷ তাঁরা সম্পদ ও মালের উত্তরাধিকারী নন৷ তাঁরা হলেন জ্ঞানের উত্তরাধিকারী৷ (তিরমিযি)। সুতরাং পুত্র ও পিতার মাঝে যেমন উত্তরাধিকারের সম্পর্ক আছে ছাত্র শিক্ষকের মাঝেও তেমন সম্পর্ক বিদ্যমান৷ তাই আমরা এই সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হব৷ 

ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা.) বলেছেন যার কাছে আমি একটি শব্দও শিখেছি আমি তার দাস৷ তিনি ইচ্ছা করলে আমাকে বিক্র করতে পারেন কিংবা আযাদ করে দিতে পারেন কিংবা ইচ্ছা করলে দাস রানিয়েও রাখতে পারেন৷ তাই তার মতে ছাত্র শিক্ষক সম্পর্ক হল ভৃত্য মুনিব সম্পর্ক৷ 

এক বিনম্র শিখার্থীর দৃষ্টিতে ছাত্র শিক্ষক সম্পর্কের এ বিষয়টি ফুটে উঠেছে৷ বস্তুত ছাত্র শিক্ষক সম্পর্ক হবে সুন্দর যেখানে অকৃত্রিম শ্রদ্ধা স্নেহ ও ভালোবাসা বিরাজ করবে৷

Next Post Previous Post