একজন আদর্শ শিক্ষার্থীর বৈশিষ্ট্য?

শিক্ষার্থী কাকে বলে?

যে নিয়মিত লেখাপড়া করে এবং শেখার প্রতি আগ্রহী ও যত্নশীল থাকে তাকে শিক্ষার্থী বলা হয়৷
আদর্শ শিক্ষার্থী
আদর্শ শিক্ষার্থী

একজন আদর্শ শিক্ষার্থীর বৈশিষ্ট্য?

একজন প্রকৃত শিক্ষার্থীর কিছু বৈশিষ্ট্য থাকা আবশ্যক৷ নিম্নে একজন আদর্শ শিক্ষার্থীর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলঃ
  • শিক্ষকগণের আদেশ নিষেধ মেনে চলা৷
  • সাক্ষাৎ হলে বিনয়ের সাথে সালাম দিয়ে তাঁদের খোঁজ খবর নেওয়া৷
  • শিক্ষক যা শিক্ষা দেন মনোযোগ সহকারে শোনা ও পালন করা
  • সব সময় শিক্ষকগণের সাথে নম্র ভদ্র ও উত্তম আচরণ করা৷
  • শ্রেণিকক্ষে বা অন্য কোথাও শিক্ষকের সাথে দেখা হলে সাথে সাথে দাঁড়িয়ে সম্মান করা৷
  • অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাইরে যাওয়া৷
  • জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা৷
  • সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা৷
  • নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা৷
  • শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা৷ 
  • শরীর ও পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখা৷
  • শিক্ষকগণ অপছন্দ করেন এমন কাজ না করা৷
  • কোন অবস্থাতেই কারও সাথে অভদ্র আচরণ না করা৷
  • সর্বাবস্থায় শিক্ষকের কল্যাণ কামনা করা ও মৃত্যুর পর তাঁদের জন্য দোয়া করা৷
  • সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হওয়া
  • শেখার প্রতি উৎসাহী হওয়া ও সর্বদা শিক্ষকের সাহচর্যে থাকার চেষ্টা করা৷
  • সবকিছু বুঝেশুনে পড়া না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করা৷
  • শিক্ষক শ্রেণিকক্ষে যা পাঠদান করবেন তা লিখে নেওয়া৷
  • জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করা৷
  • প্রতিদিনের পড়া নিয়মিতভাবে ভাবে আয়ত্ত করা৷
  • পরের দিনের পড়া পৃর্বের দিন দেখে ক্লসে যাওয়া৷
ইমাম শাফেয়ি (র.) ছাত্রের বৈশিষ্ট্য সম্পর্কে তাঁর শিক্ষক আল্লামা ওয়াকি (র.)  কে জিজ্ঞেস করলে তিনি বললেন ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য হল সকল পাপকাজ বর্জন করা৷ আমরা শিক্ষর্থীর এ বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করব ও আদঅশ ছাত্র হব৷
Next Post Previous Post