আখিরাত কি | আখিরাতে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন
আখিরাত শব্দের অর্থ কি?
আখিরাত অর্থ পরকাল৷আখিরাত কি?
মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়৷ মানবজীবনের দুটি পর্যায় রয়েছে৷ ইহকাল ও পরকাল৷ ইহকাল হলো দুনিয়ার জীবন৷ আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত৷ আখিরাত অনন্তকালের জীবন৷ এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই৷![]() |
মোনাজাত করা |
এটি মানুষের চিরস্থায়ী আবাস৷ আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে৷ অতঃপর ভালো কাজের পুরস্কার স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামের শাস্তি দেওয়া হবে৷
আখিরাতে বিশ্বাসের গুরুত্ব?
আখিরাত ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়৷ ইসলামি জীবনদর্শনে আখিনাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য৷ এ বিশ্বাসের গুরুত্বও অপরিসীম৷ আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না৷ আল্লাহ তায়ালা বলেনঃوَبِالْاٰخِرَةِهُمْ يُوْقِنُوْ٥
অর্থঃ আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে৷ (সূরা আল বাকারা আয়াত৪)
তাওহিদ ও ও রিসালাতে বিশ্বাসের পাশাপাশি আখিরাতেও বিশ্বাস করা অত্যাবশ্যক৷ আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না৷
অর্থঃ আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে৷ (সূরা আল বাকারা আয়াত৪)
তাওহিদ ও ও রিসালাতে বিশ্বাসের পাশাপাশি আখিরাতেও বিশ্বাস করা অত্যাবশ্যক৷ আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না৷
পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্যও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে৷ আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্যপথ থেকে দূরে সরে যায়৷ পথভ্রষ্ট হয়ে পড়ে৷ আল্লাহ তায়ালা বলেনঃ
وَمَنْ يَّكْفُرْبِاللّٰهِ وَمَلٰٓءِـكَتِهٖ وَكُتُبِهٖ وَرَسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْضَلَّ ضَلٰلًابَعِيْدًا ٥
অর্থঃ আর কেউ আল্লাহ তাঁর ফেলেশতাগণ তাঁর কিতাবসমূহ তাঁর রাসুলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে৷ (সূরা আন নিসা আয়াত ১৩৬)
আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং পণ্য কাজ করতে উৎসাহ যোগায়৷ কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে৷ ফলে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎকাজে উৎসাহিত হয় এবং অসৎকাজ থেকে বিরত থাকে৷ এভাবে মানুষ অসৎচরিত্র বর্জর করে সৎচরিত্রবান হয়ে ওঠা৷
অপরদিকে আখিরাতে যে অবিশ্বাস করে সে সুযোগ পেলেই পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে৷ কেননা সে পরকালীন জবাবদিহিতা বিশ্বাসী নয়৷ এভাবে আখিরাতের প্রতি অবিশ্বাস মানবসমাজে অত্যাচার ও পাপাচার বৃদ্ধি করে৷ আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না৷
অন্যদিকে আখিরাতে বিশ্বাস মানবজীবনের জন্য অন্যন্ত গুরুত্বপূর্ণ৷ এটি মানবজীবনকে পলুষমুক্ত পবিত্র ও সুন্দর করে তোলে৷ অতএব আমরা আখিরাতের প্রতি দৃঢ ইমান আনব এবং আখিরাতে মুক্তির জন্য সৎ ও সুন্দর কাজ করব এবং ইসলামের বিধি বিধান অনুসরণ করে জীবন যাপন করব৷