শরিয়ত কাকে বলে | শরিয়তের গুরুত্ব

শরিয়ত কি?

শরিয়ত একটি আরবি শব্দ৷  এর অর্থ হল পথ, রাস্তা৷ এটি জীবনপদ্ধতি আইন কানুন বিধি বিধান অর্থেও ব্যবহৃত হয়৷ ব্যাপক অর্থে শরিয়ত হল এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছতে পারে৷ ইসলামি পরিভাষায় ইসলামি কার্যনীতি বা জীবনপদ্ধতিকে শরিয়ত বলা হয়৷
 
পবিত্র মক্কা শরিফ
পবিত্র মক্কা শরিফ

অন্যকথায় ইসলামি আউন কানুন বা বিধি বিধানকে একত্রে শরিয়তে বলা হয়৷ অর্থাৎ মহান আল্লাহ ও তাঁর রাসুল (স.) যেসব আদেশ নিষেধ ও পথনির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করছেন তাকে শরিয়ত বলে৷ 

শরিয়ত সম্পর্কে আল্লাহ তায়ালা বলেনঃ
ثُمَّ جَعَلْنٰـكَ عَلٰى شَرِ يْعَةٍمِّنَ الْاَمْرِ فَاتَّبِعْه‍َا وَلَاتَتَّبِعْ اَه‍ْوَآءَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ ٥
 
অর্থঃ অতঃপর আমি আপনাকে শরিয়তের উপর প্রতিষ্ঠিত করেছি৷ সুতরাং আপনি তার অনুসরণ করুন৷ আর আপনি অজ্ঞদের খেয়ালখুশির অনুসরণ করবেন না৷ (সূরা আল জাসিয়া আয়ত ১৭)। 

শরিয়তের বিষয়বস্তু ও পরিধি?

শরিয়তের বিষয়বস্তু এবং পরিধি অত্যন্ত ব্যাপক৷ এটি হল মানবজাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা৷ মানব জীবনের সকল বিষয়ের বিধি বিধান ও নির্দেশনা এতে বিদ্যমান৷ এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেনঃ
اَلْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَتْعَمْتُ عَلَيْـكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا

অর্থঃ আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দীন হিসেবে মনোনীত করলাম৷ (সূরা আল মায়িদা আয়ত ৩)। 

সুতরাং বুঝা গেলা যে ইসলামি শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক৷ মুসলিম মনীষীগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছেনঃ
  • আকিদা বা বিশ্বাসগত বিধি বিধান৷ 
  • নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত রীতি নীতি৷ 
  • বাস্তব কাজকর্ম সংক্রান্ত জনিয়মকানুন৷ 
বস্তুত মানুষের সবধরনের আচার আচরণ চিন্তা চেতনা উপরিউক্ত তিনটি বিষয়ের আওতাভুক্ত৷ ফলে মানুষের আর্থ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় সকল কাজেই শরিয়তের অন্তর্ভুক্ত৷ শরিয়তের নির্দেশনার বাইরে কোন কাজই নেই৷ 

মানবজীবনে শরিয়তের গুরুত্ব? অপরিসীম৷ শরিয়ত হলো মহান আল্লাহ ও তাঁর রাসুলের প্রদত্ত আদেশ নিষেধ ও বিধি বিধান৷ সুতরাং শরিয়ত মনে চললে আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল খুশি হন৷ অন্যদিকে শরিয়ত অস্বীকার করা আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলকে অস্বীকার করার নামান্তর৷ কোন মুসলমান এরূপ কাজ করতে পারে না৷ এমনকি শরিয়তের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করাও মারাত্মক পাপ৷ 

আল কুরআন
আল কুরআন

যে ব্যক্তি এরূপ করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে৷ আল্লাহ তায়ালা বলেন তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস কর আর কিছু অংশ প্রত্যাখ্যান কর? তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হল পার্থিব জীবনে লাঞ্ছনা গঞ্জনা৷ আর কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষেপ্ত হবে৷ (সূরা আল বাকারা আয়াত ৮৫)।

শরিয়ত হল জীবন পরিচালনার দিকনির্দেশনা৷ এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামি বিধি বিধান নিষেধ জানা যায়৷ কোনটি হালাল কোনটি হারাম ইত্যাদি জানা যায়৷ ফরজ ওয়াজিব সুন্নত নফল ইত্যাদি বিষয়ের জ্ঞানও শরিয়তের শিক্ষার মাধ্যমেই লাভ করা যায়৷ উত্তম চরিত্র ও নৈতিকতার নানা শিক্ষাও শরিয়তে বিবৃত হয়েছে৷ সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য শরিয়ত অপরিহার্য৷ 

তাছাড়া শরিয়ত আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়ম কানুন শিক্ষা দেয়৷ সালাত যাকাত সাওম হজ ইত্যাদি কীভাবে কোথায় কোন সময়ে আদায় করতে হয় তাও শরিয়তের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি৷ আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায় পারিবারিক ও সামাজিক সম্প্রীতি ইত্যাদিও শরিয়তের আওতাভুক্ত৷ অতএব মানুষের সার্বিক জীবনাচরণে শরিয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

শরিয়তের উৎসসমূহ কি কি?

শরিয়ত হল ইসলামি জীবনপদ্ধতি৷ এটি আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের আদেশ নিষেধ ও দিকনির্দেশনার সমষ্টি৷ অতএব শরিয়ত এর প্রধান উৎস দুটি৷ যথা আল কুরআন ও আল হাদিস বা সুন্নাহ৷

পরবর্তীতে কুরআন ও সুন্নাহ এর স্বীকৃতি ও নির্দেশনার ভিত্তিতে শরিয়তের আরও দুটি উৎস নির্ধারণ করা হয়৷ এগুলো হল ইজমা ও কিয়াস৷ সুতরাং আমরা বলতে পারি শরিয়ত এর উৎস চারটি৷ যথাঃ
  • আল কুরআন (اَلْقُرْاٰنُ)
  • সুন্নাহ (اَلسُّنَّةُ)
  • ইজমা( اَلْاِ جْمَاعُ)
  • কিয়াস ( اَلْقِيَـاسُ)
Next Post Previous Post