মুস্তাহাব অর্থ কি | মুস্তাহাব আমল কি

মুস্তাহাব শব্দের অর্থ কি?

মুস্তাহাব অর্থ পছন্দনীয়৷ 

মসজিদ
মসজিদ

মুস্তাহাব কাকে বলে?

যে সকল কাজের প্রতি রাসুলুল্লাহ (স.) উম্মতকে উৎসাহ প্রদান করেছেন এবং তা করলে নেকি পাওয়া যাবে কিন্ত না করলে গুনাহ হবে না সেসব কাজকে শরিয়তে মুস্তাহাব বলে৷

ফরজ ওয়াজিব ও সুন্নত ব্যতীত অতিরিক্ত সবধরনের ইবাদত ও ভালো কাজই মুস্তাহাব হিসেবে গণ্য৷ এ মুস্তাহাবকে নফল বা মানদুবো বলা হয়৷
Next Post Previous Post