মুস্তাহাব অর্থ কি | মুস্তাহাব আমল কি
মুস্তাহাব শব্দের অর্থ কি?
মুস্তাহাব অর্থ পছন্দনীয়৷![]() |
মসজিদ |
মুস্তাহাব কাকে বলে?
যে সকল কাজের প্রতি রাসুলুল্লাহ (স.) উম্মতকে উৎসাহ প্রদান করেছেন এবং তা করলে নেকি পাওয়া যাবে কিন্ত না করলে গুনাহ হবে না সেসব কাজকে শরিয়তে মুস্তাহাব বলে৷ফরজ ওয়াজিব ও সুন্নত ব্যতীত অতিরিক্ত সবধরনের ইবাদত ও ভালো কাজই মুস্তাহাব হিসেবে গণ্য৷ এ মুস্তাহাবকে নফল বা মানদুবো বলা হয়৷