ওয়াজিব কি | ওয়াজিব কি কি

ওয়াজিব শব্দের অর্থ কি?

ওয়াজিব অর্থ হল অবশ্য পালনীয় কর্তব্য অপরিহার্য ইত্যাদি৷ 

ওয়াজিব কাকে বলে?

শরিয়তের এমন কিছু বিধান রয়েছে যা পালন করা কর্তব্য৷ তবে ফরজ নয়৷ এরূপ বিধানকে ওয়াজিব বলা হয়৷

ওয়াজিব কি কি?

শরিয়তে ফরজের পরই ওয়াজিবের স্থান৷ এটি ফরজের কাছাকাছি৷ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত না হলেও এটি অবশ্য পালনীয় কর্তব্য৷ ওয়াজিব অস্বীকার করলে মানুষ কাফির হয় না৷ তবে সে বড় রকমের অপরাধী হিসেবে গন্য হয়৷ ওয়াজিব কাজ আদায় না করলেও কঠিন পাপ হয়৷ এর জন্য আখিরাতে শাস্তি পেতে হবে৷ 
নামাজ
নামাজ

ইসলামি শরিয়তে বহু ওয়াজিব কাজ রয়েছে৷ যেমনঃ দুই ঈদের সালাত বিতরের  সালাত ইত্যাদি৷ সালাত আদায়ের ক্ষেত্রেও বেশ কিছু ওয়াজিব কাজ রয়েছে৷ যেমন সূরা ফাতিহা পড়া রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো সিজদাহর মধ্যে সোজা হয়ে বসা ইত্যাদি৷ সালাতের এসব ওয়াজিব কাজ বাদ পড়লে সিজদাহ সাহু দিতে হয়৷ নতুবা সালাত শুদ্ধ হয় না৷ পুনরায় তা আদায় করতে হয়৷
Next Post Previous Post