ফরজ কি | ফরজ কত প্রকার ও কি কি

ফরজ শব্দের অর্থ কি?

ফরজ (فَرْضٌ) অর্থ অবশ্য পালনীয় অত্যাবশ্যক৷ 

ফরজ কাকে বলে?

শরিয়তের যেসব বিধান কুরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে ফরজ বলা হয়৷ ফরজ কাজ কোন অবস্থাতেই পরিত্যাগ করা যায় না৷ ফরজ অস্বীকার করলে ইমান থাকে না বরং এর অস্বীকারকারী কাফির হয়৷ আর এগুলো পালন না করলে করিরা গুনাহ বা মারাত্মক পাপ হয়৷ ফরজ কাজ পালন না করলে আখিরাতে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে৷

কুরআন
কুরআন

ফরজ কত প্রকার ও কি কি?

ফরজ দুই প্রকারঃ
  • ফরজে আইন
  • ফরজে কিফায়া

ফরজে আইন কি?

যে সকল ফরজ বিধান সকলের উপর পালন করা অত্যবশ্যক তাকে ফরজে আইন বলে৷ অর্থাৎ যেসব ফরজ কাজ ব্যক্তিগতভাবে সকল মুসলমানকেই আদায় করতে হয় তাই ফরজে আইন৷ যেমন দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা রমযান মাসে রোযা রাখা এসব কাজ প্রত্যেক ব্যক্তিকেই নিজে আদায় করতে হয়৷

ফরজে কিফায়া কি?

ফরজে কিফায়া হল সামষ্টিকভাবে ফরজ কাজ৷  অর্থাৎ যেসব কাজ মুসলমানের উপর ফরজ কিন্ত সমাজের কতিপয় মুসলমান যদি আদায় করে ফেলে তবে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়৷ কিছু লোকের আদায় করার দ্বারা সমাজের বাকি সবাই সে দায়িত্ব থেকে মুক্তি পায়৷ তবে যদি সমাজের কেউই আদায় না করে তবে সকলেই গুনাহগার হবে৷ যেমন জানাযার সালাত৷ কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে ঐ এলাকার সবার উপর তার জানাযার সালাত আদায় করা ফরজ৷ 

এ পরিপ্রেক্ষিতে সমাজের কতিপয় মুসলমান যদি তার জানাযার সালাত আদায় করে ফেলে তবে সকলেই এ দায়িত্ব থেকে অব্যহিত লাভ করবে৷ কিন্তু কেউই যদি মৃতব্যক্তির জানাযার সালাত আদায় না করে তবে সকলেই ফরজ ত্যাগের কারণে গুনাহগার হবে৷
Next Post Previous Post