সকল বিপদ মসিবত থেকে মুক্তির দোয়া দরুদ

বিপদ-আপদ, দুঃখ-কষ্ট, এবং মসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য কুরআন ও হাদিসে বিভিন্ন দোয়া ও দরুদ রয়েছে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলোঃ
সকল বিপদ মসিবত থেকে মুক্তির দোয়া দরুদ
সকল বিপদ মসিবত থেকে মুক্তির দোয়া দরুদ

১. বিপদ থেকে মুক্তির দোয়া (সাধারণ দোয়া)

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ

“Allahumma ikfini bihalalika ‘an haramika, wa aghnini bifadhlika ‘amman siwak.”

অর্থ

হে আল্লাহ! তুমি আমাকে তোমার হালাল দ্বারা হারাম থেকে রক্ষা করো এবং তোমার অনুগ্রহে আমাকে তোমার ছাড়া অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচাও। (তিরমিজি: ৩৫৬৩)

২. বিপদ-আপদ থেকে বাঁচার জন্য নবী (সা.)-এর শিক্ষা দেওয়া দোয়া

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ

উচ্চারণ

“Allahumma inni a'udhu bika minal-hammi wal-hazan, wa a'udhu bika minal-ajzi wal-kasal, wa a'udhu bika minal-jubni wal-bukhl, wa a'udhu bika min ghalabatid-dayni wa qahrir-rijal.”

অর্থ

হে আল্লাহ! আমি তোমার কাছে দুঃশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। আমি তোমার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। আমি তোমার কাছে কাপুরুষতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই। আমি তোমার কাছে ঋণের ভার ও মানুষের জুলুম থেকে আশ্রয় চাই। (বুখারি: ৬৩৬৯)

৩. বিপদ ও কষ্টের সময় নবী (সা.)-এর পাঠ করা দোয়া

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

উচ্চারণ

“La ilaha illallahu al-‘Azimul-Halim, la ilaha illallahu Rabbul-‘Arshil-‘Azim, la ilaha illallahu Rabbus-samawati wa Rabbul-ardhi wa Rabbul-‘Arshil-Karim.”
অর্থ:
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যিনি মহান ও পরম সহনশীল। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যিনি মহা আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যিনি আসমান-জমিন ও মহা আরশের মালিক। (বুখারি: ৭৪২৬, মুসলিম: ২৭৩০)

৪. কঠিন বিপদ-মুসিবত থেকে রক্ষার দোয়া

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ

উচ্চারণ

“Allahumma inni a’udhu bika minal-barasi, wal-jununi, wal-judhami, wa min sayyi’il-asqam.”

অর্থ

হে আল্লাহ! আমি তোমার কাছে কুষ্ঠ, পাগলামী, কুষ্ঠরোগ এবং সব ধরনের কঠিন রোগ থেকে আশ্রয় চাই। (আবু দাউদ: ১৫৫৪, নাসাঈ: ৫৪৯৩)

৫. বিপদ থেকে মুক্তির জন্য দরুদ শরীফ

اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

উচ্চারণ

“Allahumma salli ‘ala sayyidina Muhammadin wa ‘ala ali sayyidina Muhammadin kama sallaita ‘ala Ibrahima wa ‘ala ali Ibrahima innaka Hamidum Majid.”

অর্থ

হে আল্লাহ! আমাদের নেতা মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবার-পরিজনের ওপর রহমত বর্ষণ করো, যেমন তুমি ইবরাহিম (আ.) ও তাঁর পরিবার-পরিজনের ওপর রহমত বর্ষণ করেছো। নিশ্চয়ই তুমি প্রশংসার যোগ্য ও মহিমান্বিত।

এগুলো ছাড়াও, যে কোনো বিপদ-আপদ থেকে রক্ষা পেতে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওলা কুয়্যাতা ইল্লা বিল্লাহ ও আয়াতুল কুরসি পাঠ করা খুবই উপকারী। আল্লাহ আমাদের সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন, আমিন!

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইন ইনকাম, পড়াশোনা, চিকিৎসা ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে Today Post BD এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেনঃ
Next Post Previous Post