আস্তাগফিরুল্লাহ অর্থ কি | আস্তাগফিরুল্লাহ দোয়া বাংলা উচ্চারণ
আল্লাহ এর ক্ষমা প্রার্থনা করতে সাধারণত আস্তাগফিরুল্লাহ শব্দটি ব্যবহার করা হয়। আপনি যদি কোন ধরনের ভুল কাজ করে ফেলেন। যা আল্লাহর চোখে ভালো কিছু নয়।
![]() |
আস্তাগফিরুল্লাহ অর্থ কি |
তাহলে আপনাকে সাথে সাথে আল্লাহর ক্ষমা প্রার্থনা করতে হবে। আর এজন্য আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আর তাই আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি তা জেনে আস্তাগফিরুল্লাহ পড়ুন।
এতে করে আপনি আরো বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন। আজকের আর্টিকেলে আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি ও আস্তাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি?
আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। মানুষ মাত্রই ভুল। আর তাই দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের অনেক ধরনের ভুল হয়। সব ভুল যে সজ্ঞানে হয়ে থাকে ব্যাপারটা কিন্তু তেমন নয়।অনেক সময় আমাদের মনের অজান্তেই কিছু ভুল হয়। আপনি যখন কারো সাথে কথা বলছেন তখন হয়তো মুখ ফুসকে এমন কিছু বলে ফেললেন যেটা আপনার কখনো বলা উচিত হয়নি। আর এখন এজন্য আপনার কি করা উচিত?
আপনি তো জানেন আপনার এই ভুলের জন্য আল্লাহ তাআলা আপনাকে অনেক শাস্তি দিবেন। তাই আপনি সাথে সাথে আস্তাগফিরুলাহ বাক্যটি পড়ে ফেলুন। কারণ আপনার ভুলের জন্য আস্তাগফিরুল্লাহ বলে আপনি মহা আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করবেন।
আস্তাগফিরুল্লাহ এর উপকারিতা জানলে আপনার মনে যে কখন আস্তাগফিরুল্লাহ গেঁথে যাবে তা আপনি টেরই পাবেন না। আপনার কৃত কাজ কর্মের জন্য আপনাকে একদিন আল্লাহর সামনে দাড়াতে হবে।
আপনি যদি দুনিয়াতে আপনার পাপ কাজের জন্য আল্লাহ এর কাছে ক্ষমা না চান। তাহলে আপনাকে পরকালে অনেক কঠিন শাস্তি ভোগ করতে হবে যা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না।
আর এই কঠিন শাস্তি থেকে রেহাই পেতে হলে আপনাকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার পাঠ করা মানে হচ্ছে আল্লাহ এর কাছে ক্ষমা চাওয়া। আর সেটা তখনই সম্ভব হবে যখন আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বাক্যটি পড়বেন।
আস্তাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা | Astagfirullah dua bangla
আস্তাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা জানতে চান তাঁরা পড়তে থাকুন।ভুল কাজ বা পাপ কাজের জন্য আল্লাহ এর নিকট ক্ষমা প্রার্থনা করার জন্য আস্তাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা পড়তে হয়।বেশি বেশি ইস্তেগফার করতে হয়। ইতেগফার করার জন্য আস্তাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা নিম্নে আলোচনা করা হলোঃ
আস্তাগফিরুল্লাহ দোয়া?
১. আস্তাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা?
উচ্চারণঃ আস্তাগফিরুল্লাহ।অর্থঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।
নিয়মঃ প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ইস্তেগফারটি ৩ বার পড়তেন। (মিশকাত)।
২. আস্তাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা?
উচ্চারণঃ আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহ্দিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগ্ফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।অর্থঃ হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই।
তুমি আমার প্রতি তোমার যে নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারন তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না।
নিয়মঃ সকালে এবং সন্ধ্যায় এ ইসতেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এ ইসতেগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এ ইসতেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে।' (বুখারি)।
৩. আস্তাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা?
উচ্চারণঃ আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।অর্থঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর দিকেই ফিরে আসছি।
নিয়মঃ এই ইসতেগফারটি প্রতিদিন ৭০/১০০ বার পড়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন ৭০ বারের অধিক তাওবাহ এবং ইসতেগফার করতেন। (বুখারি)।
৪. আস্তাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা?
উচ্চারণঃ আস্তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।অর্থঃ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তাওবাহ করে) ফিরে আসি।
নিয়মঃ দিনের যেকোন ইবাদত-বন্দেগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তাওবাহ-ইসতেগফার করা। হাদিসে এসেছে- এভাবে তাওবাহ-ইসতেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়।' (আবু দাউদ, তিরমিজি, মিশকাত)।
৫. আস্তাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা?
উচ্চারণঃ রাব্বিগ্ ফিরলি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা (আংতাত) তাওয়্যাবুর রাহিম।অর্থঃ হে আমার প্রভু! আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবাহ কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়।
নিয়মঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া ১০০ বার পড়েছেন।' (আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)।