যাকাত হিসাব করার নিয়ম ২০২৫

রমজান মাসে যাকাত প্রদান করা সব থেকে উত্তম কাজগুলোর মধ্যে একটি। রমজান মাস চলাকালীন যেকোনো একটি দিনে সমস্ত সম্পদের হিসাব নিকাশ করে যাকাত প্রদান করতে হয়। যাকাত প্রদান করা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ একটি কাজ। অনেকেই যাকাত দেওয়ার সময় যাকাতের হিসাবের সমস্যা নিয়ে বিভ্রান্তিতে পড়ে থাকেন। 

যাকাত
যাকাত
অর্থাৎ যাকাতের হিসাব করার নিয়ম ও যাকাতের পরিমাণ সম্পদের কত অংশ হবে এই বিষয়ে বুঝে উঠতে পারেন না। তাই তারা চাইলে আজকের পোস্টটি বিস্তারিত ও মনোযোগ সহকারে পড়তে পারেন।

যাকাতের হিসাব কিভাবে বের করবো?

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যাকাতের হিসাব খুবই সুন্দর ভাবে বর্ণনা করে গিয়েছেন।তার রৌপ্যের হিসাব মতে রুপাকে নির্দিষ্ট পরিমাণ নেসাব হিসেবে ধরা হয়েছে।এক্ষেত্রে ৫৯৫ গ্রাম রুপার মূল্য ধরা হয়েছে সাড়ে ৫২ তলা। 

এই পরিমাণ রুপা বা রুপার টাকার সমপরিমাণ অর্থ যদি কোন ব্যক্তির কাছে একটানা এক বছর থাকে তাহলে পরের বছর তার জন্য যাকাত ফরজ। ধরুন আনোয়ার সাহেবের কাছে  ১২০০ গ্রামের মতো রুপা রয়েছে। 

এই রুপাত যদি তার কাছে একটানা এক বছরের বেশি থেকে থাকে তাহলে পরের বছর তাকে ১২০০ গ্রাম রুপার মূল্য অনুযায়ী ১০৪ তলা বা ভরির সমপরিমাণ অর্থ হিসেবে যাকাত দিতে হবে।

ধরা যাক এখন রুপার ভরি চলতেছে ১৭১৪ টাকার মতো তাহলে ১০৪ ভরি রুপার দাম আসছে ১৭৮,২৫৬ টাকার মত তাহলে তাকে টাকার হিসাবে যাকাত দিতে হবে ৪৪৫৬ টাকার মতো । কেননা যাকাত দিতে হয় মোট সম্পদের ২.৫ শতাংশ। 

নগদ টাকার যাকাত হিসাব করার নিয়ম? 

নগদ টাকার যাকাত হিসাব করার নিয়ম বা নগদ টাকার ক্ষেত্রে কিভাবে যাকাত দিতে হয় এই বিষয়ে জানা আছে কি?নগদ টাকার ক্ষেত্রে মোট টাকার ২.৫ শতাংশ যাকাত দিতে হয়।১ লাখ টাকায় যাকাত কত বা ১ লাখ টাকায় যাকাতের পরিমাণ হচ্ছে ২৫০০ টাকা। 

ধরুন কারো কাছে যদি নগদ অর্থ ২ লক্ষ টাকার মতো থেকে থাকে তাহলে তাকে মোট টাকার ২.৫ শতাংশ হারে যাকাত দিলে ৫০০০ টাকা যাকাত দিতে হবে। এইভাবে সাধারণত যাকাতের নগদ টাকার উপর হিসাব হয়ে থাকে। 

যাকাতের পরিমাণ সম্পদের কত অংশ?

নিসাবের পরিমাণ কমপক্ষে সাড়ে সাত তলা সোনা ও সাড়ে ৫২ তলা রুপার সমপরিমাণ অর্থ। নগদ অর্থে যাকাত দিতে হলে সোনা অথবা রুপার হিসাবে  দিতে হয়। যাকাতের পরিমাণ হয়ে থাকে সম্পদের ৪০ ভাগের ২.৫%।

শেষ কথা, আশা করি পোস্টটি যারা বিস্তারিত ও মনোযোগ সহকারে পড়েছেন তারা যাকাতের হিসাব কত টাকা ২০২৩ বা যাকাতের হিসাব করার নিয়ম সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন।

তারপরেও যদি এই নিয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।
Next Post Previous Post