সাহু সিজদার নিয়ম | সাহু সিজদা কখন দিতে হয়

নামাজ পড়তে গেলে অনেক সময় অনেক ধরনের ভুল হয়ে থাকে। অর্থাৎ কোন কারণবশত যদি নামাজের ভিতরে ভুল হয়ে থাকে তখন সাহু সিজদা দিতে হয়। 

সাহু সিজদা
সাহু সিজদা

অনেক মুসলমান ভাই-বোনদের সাহু সিজদা কখন দিতে হয়, সাহু সিজদা করার নিয়ম ও সাহু সিজদা করতে ভুলে গেলে কি করতে হয় এই বিষয়ে জানা নেই। 

তাই তারা অবশ্যই আজকের পোস্টটি বিস্তারিত ও মনোযোগ সহকারে পড়বেন।

সাহু সিজদা কি?

সাহু সিজদাকে ভুলের সিজদা বলা হয়ে থাকে। কোন মুসলমান যদি নামাজে কোন ওয়াজিব ভুলক্রমে ছেড়ে দিয়ে থাকে তাহলে তাকে সাহু সিজদা পড়তে হয়।

কেননা এই সময়টাতে সিজদাহে সাহু দেওয়া ওয়াজিব হয়ে পড়ে। তখন সিজদাহে সাহু দেওয়ার মাধ্যমে নামাজে পরিপূর্ণতা আনা যায়।

সাহু সিজদা কখন দিতে হয়?

নামাজের ওয়াজিব যদি ভুল করে কোন মুসল্লি ছেড়ে দিয়ে থাকে তখন তাকে সাহু সিজদা দিতে হয়। নামাজের শেষ বৈঠকে ডান পাশে সালাম ফেরানোর পর বাম পাশে সালাম না ফিরিয়ে দুইবার সেজদা করে। 

তারপর আবার আত্তাহিয়াতু ও দরুদ পড়ে ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজটি শেষ করতে হয়। অর্থাৎ সাহু সিজদা দিতে হয় নামাজের শেষ বৈঠকের দিকে।

সাহু সিজদা করার নিয়ম?

নামাজের কোন ওয়াজিব যদি ভুল করে কোন ব্যক্তি ছেড়ে দিয়ে থাকেন তাহলে সে গুনাহগার হবে। এই পাপ থেকে বাঁচতে হলে সাহু সিজদা করার নিয়মটা ভালোভাবে জানতে হবে। 

নিচে সাহু সিজদা দেওয়ার পদ্ধতি বা  সাহু সিজদা কিভাবে দিবেন সেই বিষয়ে ধারণা দেওয়া হলোঃ
  • সাহু সিজদা যে ব্যক্তির উপর ওয়াজিব হয়েছে সেই ব্যক্তি শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে একবার সালাম ফিরাবে। 
  • তারপর তাকবির বলে নামাজের মত দুইটা সেজদা করে বসে যাবে ও তাশাহুদ দরুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবে। 
  • এক্ষেত্রে সালামের আগে সেজদা করলেও নামাজ হয়ে যাবে। এইভাবেই সাধারণত নামাজে সাহু সিজদা করতে হয়।

সাহু সিজদা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন?

সাহু সিজদা নিয়ে অনেকের ভিতরে  ভুল ধারণা রয়েছে এবং অনেকের কিছু প্রশ্ন রয়েছে।নিচে এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়েছে। 

নামাজের সাহু সিজদা দিতে হয় কেন?

নামাজের ভেতরে কোন ওয়াজিব যদি ভুল করে কেউ বাদ দিয়ে থাকে তাহলে তখন তাকে সাহু সিজদা দিতে হয়। তাহলে সেই ব্যক্তির নামাজটি পরিপূর্ণ হয়ে থাকে। 

সাহু সিজদা দিতে ভুলে গেলে কি করনীয়?

কেউ যদি ভুলে সিজদাহে সাহু না করে থাকে তাহলে পরবর্তীতে সিজদাহে সাহু আদায়ের  সুযোগ থাকে। এক্ষেত্রে সালাম ফেরানোর পর নামাজ বহিরভূত কোন কাজ করার আগে এটা মনে আসলেই সাহু সিজদা করে নিতে পারেন। 

সাহু সিজদা কয়টা দিতে হয়?

সাহু সিজদাতে দুইবার সিজদা দেওয়া লাগে।

শেষকথা, সাহু সিজদার নিয়ম বা সাহু সিজদা কিভাবে করতে হয় হয়তো ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে। তাই অবশ্যই সঠিক নিয়মে সাহু সিজদা দিয়ে নামাজকে পরিপূর্ণ করে তুলতে হবে।
Next Post Previous Post