রোজার নিয়ত | রোজার নিয়ত বাংলা | রোজা রাখার নিয়ত
রমজান, রামাদান হিজরি হল বর্ষপঞ্জির নবম মাস। ইসলামপূর্ব যুগেও এটি পবিত্র মাস হিসেবে গণ্য হতো এবং এটিই ছিল যুদ্ধবিরতি মাসগুলোর অনত্যম। রমজান মাসের লাইলাতুল কদরে আসমানী কিতাব পবিত্র কোরআন অবতীর্ণ হয়।
![]() |
রোজার নিয়ত |
রমজান মাসে সিয়াম বা রোজা পালন মুসলমানদের জন্য হচ্ছে ফরজ। এই ফরজ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যকর্তব্য। রোজা রাখার জন্য আগে থেকেই আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার।
রোজার আগে থেকেই আল্লাহ কাছে দোয়া করা দরকার যাতে সুস্থ থেকে সবগুলো রোজা রাখা যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখে, তার আগের গুনাহ্ ক্ষমা করে দেওয়া হয়।’
রাসুলুল্লাহ (সা.) একটি হাদিসে তিন ধরণের লোকের ভাগ্যকে দুর্ভাগ্যের কথা বলেছেন। তাদের মধ্যে আছে যারা রমজান মাস পেয়েও নিজেদের গুনাহ্ মাফ করাতে পারলো না।
রোজার নিয়ত বাংলা?
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করছি, যা আপনার সন্তুষ্টির জন্য ফরজ করা হয়েছে। অতএব, আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।রোজার আরবি নিয়ত?
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمরোজার নিয়তের বাংলা উচ্চারণ?
নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
অর্থঃ হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।