রমজানের ঐ রোজার শেষে লিরিক্স

বাঙালি কবি কাজী নজরুল ইসলাম রচিত ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ বাঙালি মুসলিমদের অন্যতম ধর্মীয় এবং আনন্দের উৎসব ঈদুল ফিতর নিয়ে একটি কালজয়ী অসাধারণ গান। 

ঈদ মোবারক
ঈদ মোবারক

এ গানটি বাঙালি মুসলিমদের ঈদ উৎসবের আবশ্যকীয় অংশ হয়ে দাড়িয়েছে। শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদ এর অনুরোধে ১৯৩১ কবি কাজী নজরুল ইসলাম এই গান রচনা এবং সুরারোপ করেন। 

ইহা তাঁর সমসাময়িকরা একটি উল্লেখযোগ্য কৃতিত্ব হিসাবে বিবেচনা করেছিলেন। তার হল কারণ তখন বাঙালি মুসলিমরা নজরুলের ভক্তিমূলক শ্যামা সঙ্গীতের প্রতি ঘোর বিরোধী ছিল।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ Lyrics | O Mon Romzaner Oi Rozar Sheshe Elo Khushir Eid


Chorus:

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।

Verse 1:

তোর সোনা–দানা বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ।

Chorus:

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।

Verse 2:

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।

Chorus:

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।

Verse 3:

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।

Chorus:

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।

Verse 4:

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতিম মিসকীনে দে যা কিছু মুফীদ।

Chorus:

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।

Verse 5:

ঢাল হৃদয়ের তোর তশ্‌তরিতে শির্‌নি তৌহিদের
তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ।

Chorus:

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।

Verse 6:

তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে ​গড়ে প্রেমেরই মসজিদ।

Chorus:

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।


সারসংক্ষেপঃ

  • রচিতঃ কাজী নজরুল ইসলাম
  • মুক্তিপ্রাপ্তঃ ১৯৩১, ২৫ মে
  • গান লেখকঃ কাজী নজরুল ইসলাম
  • সুরকারঃ কাজী নজরুল ইসলাম
  • গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
  • ধারাঃ নজরুল সঙ্গীত
Next Post Previous Post
banner