স্বদেশ প্রেম কি | স্বদেশ প্রেমের গুরুত্ব
স্বদেশপ্রেম কি?
স্বদেশ হল নিজ দেশ বা নিজ মাতৃভূমি৷ যে দেশে মানুষ জন্মগ্রহণ করে যে স্থানের আলো বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে উঠে সে স্থানকেই তার স্বদেশ বলা হয়৷ স্বদেশ হল কারও জন্মভূমি বা মাতৃভূমি৷ স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণই হল স্বদেশপ্রেম৷ নিজ দেশে ও মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাদ স্বভাব৷ কেননা মানুষ স্বদেশে জন্ম নেয় সেখানের আলো বাতাস গ্রহণ করে সেখানের ফল ফসল খাদ্য পানীয় দ্বারা তার দেহের পুষ্টি হয়৷![]() |
স্বদেশ প্রেম |
সেখানকার পরিবেশ পাহাড় পর্বত সাগর নদী আবহাওয়া ঋতুবৈচিচ্য দেখে সে বড় হয়৷ মানুষের প্রতি স্বদেশ বা মাতৃভূমির অবদান অনস্বীকার্য৷ সুতরাং স্বভাবগতভাবেই স্বদেশের প্রতি এক ধরনের মায়া মমতা ভালোবাসা জন্ম নেয়৷ এ আকর্ষণ মানুষের অন্তর থেকে উৎসারিত৷ আজীবন মানুষ এ আকর্ষণ ও ভালোবাসা অনুভব করে৷
কোন কারণে দেশে ছেড়ে বাইরে গেলেও তেশপ্রমের এ অনুভূতি হ্রাস পায় না৷ বরং স্বদেশের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সর্বক্ষণই মানবমনকে আচ্ছন্ন করে রাখে৷ স্বদেশ ও জন্মভূমির প্রতি এ আকর্ষণই স্বদেশপ্রেম৷
স্বদেশ প্রেম এর আরবি প্রতিশব্দ কি?
দেশপ্রেম শব্দের আরবি প্রতিশব্দ হল হুব্বুল ওয়াতান।
স্বদেশপ্রেম এর গুরুত্ব?
স্বদেশপ্রেম একটি মহৎ মানবিক গুণ৷ স্বদেশের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ বলা হয়েছেঃحُبُّ الْوَطَنِ مِنَ الْاِيْمَانِ
অর্থঃ স্বদেশপ্রেম ইমানের অঙ্গ।
প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন৷ দেশের স্বার্থ রক্ষায় কাজ করেন৷ অপরদিকে যারা দেশকে ভালোবাসে না তারা চরম অকৃতজ্ঞ৷ তারা দেশদ্রোহী ও জঘন্য চরিত্রের অধিকারী৷ আর এরূপ ব্যক্তিরা কখনো প্রকৃত ধার্মিক ও মুমিন হতে পারে না৷
আমাদের প্রিয়নবি (স.) ছিলেন প্রকৃত দেশপ্রেমিক৷ কাফিরদের অত্যাচারে তিনি প্রিয় জন্মভূমি মক্কা নগরী ত্যাগ করে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন৷ মক্কা ত্যাগকালে তিনি বারবার অশ্রুসজল নয়নে মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন হে আমার স্বদেশ তুমি কত সুন্দর৷ আমি তোমাকে ভালোবাসি৷ আমার নিজ গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না৷
দেশপ্রেম ও দেশের সেবা করা ইবাদত স্বরূপ৷ আল্লাহ তায়ালা পরকালে দেশরক্ষীদের বিরাট কল্যাণ দান করবেন৷ একটি হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন দেশরক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম৷ (তিরমিযি)
স্বদেশপ্রেমের উপায়?
স্বদেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা অনুভূতির বিষয়৷ এটি প্রকাশ্যে দেখা যায় না৷ নিজের কাজ ও সেবার দ্বারা এ ভালোবাসা প্রকাশ করতে হয়৷ দেশের দেশের স্বার্থে কাজ করার দ্বারা দেশপ্রেম দেশপ্রেম প্রমাণিত হয়৷ দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করা জাতীয় উন্নতিতে অবদান রাখা দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা ইত্যাদি দ্বারা দেশকে ভালোবাসা যায়৷ দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করা দেশপ্রেমর সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত৷দেশের মানুষকে ভালোবাসা মানুষের জন্য কাজ করাও স্বদেশপ্রেমের পরিচায়ক৷ দেশের কৃষি শিক্ষা শিল্প বাণিজ্য ইত্যাদির উন্নতিতে অবদান রাখার দ্বারাও দেশপ্রেমের নিদর্শন প্রকাশ করা যায়৷
আমরা আমাদের দেশকে ভালোবাসব৷ নিজেকে শিক্ষা দীক্ষা ও জ্ঞানে গুণে সুন্দর ও যোগ করে তুলব৷
আমরা আমাদের দেশকে ভালোবাসব৷ নিজেকে শিক্ষা দীক্ষা ও জ্ঞানে গুণে সুন্দর ও যোগ করে তুলব৷
অতঃপর দেশের উন্নতির জন্য একযোগে কাজ করব৷ দেশের স্বার্থবিরোধী কোন কাজ হতে দেব না৷ দেশের সম্পদ যথাযথভাবে ব্যবহার করব৷ অপচয় অপব্যয় ও বিনষ্ট করব না৷ দেশের প্রয়োজনে নিজ প্রাণ উৎসর্গ করতেও দ্বিধা বোধ করব না৷