ওয়াদা পালন বলতে কী বোঝায় | ওয়াদা পালনের গুরুত্ব

ওয়াদা পালন কি?

ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল আহ্দু (اَلْعَهْدُ) আল আহ্দু এর শাব্দিক অর্থ- ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি চুক্তি কাউকে কোন কাথা দেওয়া বা কোন কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি৷ ইসলামি পরিভাষায় কারও সাথে কোনরূপ প্রতিশ্রুতি দিলে অঙ্গীকার করলে বা কাউকে কোন কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে৷

ওয়াদা পালন এর গুরুত্ব কি কি?

ওয়াদা পালন আখলাকে হামিদাহর অন্যতম গুণ৷ মানবজীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয় অপরিসীম৷ ওয়াদা পালন সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠান করে৷ যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে৷ তার প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে৷ সমাজে যে শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে৷ ইসলামি জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক৷ 

ওয়াদা পালন
ওয়াদা পালন

স্বয়ং আল্লাহ মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন৷ তিনি বলেছেনঃ
يٰٓاَيُّهَاالَّذِيْنَ اٰمَنُوْٓا اَوْفُوْا بِالْعُقُوْدِ  ٹ

অর্থঃ হে ইমানদারগণ তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর৷ (সূরা আল মায়িদা আয়াত ১)
অন্য আরেকটি আয়াতে আল্লাহ তায়ালা বলেছেনঃ
وَاَوْفُوْا بِالْعَهْدِ   اِنَّ الْعَهْدَ كَانَ مَسْءُوْلًا ٥

অর্থঃ তোমরা প্রতিশ্রুতি পালন কর৷ নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে৷ (সূরা বনী ইসরাইল আয়াত ৩৪)

প্রতিশ্রুতি ও ওয়াদা পালন করা অত্যাবশ্যক৷ হাশরের ময়দানে প্রদিশ্রতির ব্যাপারে মানুষকে জবাবদিহি করতে হবে৷ যে ব্যক্তি দুনিয়াতে ওয়াদা পালন করে না আখিরাতে সে শাস্তি ভোগ করবে৷

ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য৷ সৎ ও নৈতিক গুণাবলির অধিকারী ব্যক্তিগণ সর্বদা ওয়াদা রক্ষা করে থাকেন৷ যে ব্যক্তি  ওয়াদা পালন করে না সে পূর্ণাঙ্গ মুমিন ও দীনদার হতে পারে না৷ একটি হাদিসে মহানবি (স.) বলেছেনঃ
لَادِيْنَ لِمَنْ لَّاعَهْدَلَهُ

অর্থঃ যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দীন নেই৷ (মুসনাদে আহমাদ) আমাদের প্রিয়নবি (স.) সর্বদাই ওয়াদা পালন করেছেন৷ সাহাবি এবং আউলিয়া কেয়ামের জীবনী পর্যালোচনা করলেও আমরা দেখতে পাই যে তাঁরা জীবনে কোন ওয়াদা ভঙ্গ করেননি৷ কেননা ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের নিদর্শন৷

মুনাফিকরা ওয়াদা করলে তা পূর্ণ করে না৷ আল্লাহ তায়ালা মুমিনদের এরূপ না করার জন্য নির্দেশ দিয়েছেন৷ কেননা মুমিন মুসলমানদের নিদর্শন হল তারা ওয়াদা পালন করে৷ এ সম্পর্কে মহান আল্লাহ বলেছেনঃ
يٰٓاَيُّهَاالَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَالَاتَفْعَلُوْنَ ٥

অর্থঃ হে মুমিনগণ তোমরা যা পালন করো না এমন কথা কেন বলো? (সূরা আস সাফ্ফ আয়াত২)
সুতরাং কাউকে কোন কথা দিলে তা যথাযথভাবে পালন করতে হবে প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হবে৷ প্রতিজ্ঞা করলে বা চুক্তি সম্পাদন করলে তা পূর্ণ করতে হবে৷ তাহলে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হবেন৷ দুনিয়া ও আখিরাতে শান্তি সফলতা লাভ করা যাবে৷
Next Post Previous Post