আল্লাহর পরিচয় জানা যায় কিভাবে?

আল্লাহ তায়ালা এ বিশ্বজগতের অধিপতি ও মালিক৷ তিনি একক ও অদ্বিতীয় সত্তা৷ তাঁর কোন শরিক নেই৷ তিনি অনন্য ও অতুলনীয়৷ আল্লাহ শদ্বের মধ্যেই তাঁর তুলনাহীন বৈশিষ্ট্য প্রকাশ পায়৷ اللّٰهُ (আল্লাহ) আরবি শব্দ৷ পৃথিবীর কোন ভাষাতেই এ শব্দের কোন প্রতিশব্দ নেই৷ এর কোন একবচন বহুবচন নেই৷ এ শব্দের কোন স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ নেই৷ এ শব্দটব একক ও অতুলনীয়৷ আল্লাহ তায়ালাও তদ্রপ৷ তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে একক ও অদ্বিতীয়৷ তাঁর সমতুল্য বা সমকক্ষ কিছুই নেই৷ আল্লাহ তায়ালা বলেনঃ
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ٥ اَللّٰهُ الصَّمَدُ٥ لَمْ يَلِدْ  وَلَمْ يُوْلَدْ٥ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا اَحَدٌ٥

অর্থঃ বলুন (হে নবি) তিনিই আল্লাহ৷ একক ও অদ্বিতীয়৷ আল্লাহ কারও মুখাপেক্ষী নন সকলেই তাঁর মুখাপেক্ষী৷ তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি৷ আর তাঁর সমতুল্য কেউই নেই৷ (সূরা আল ইখলাস আয়াত ১-৪)

আল্লাহ তায়ালা স্বয়ংসপূর্ণ সত্তা৷  তিনি অনাদি অনন্ত৷ তিনি চিরস্থায়ী ও চিরবিরাজমান৷ তাঁর কোন শুরুও নেই শেষও নেই৷ তিনি পানাহার নিদ্রা তন্দা ক্লান্তি সবকিছু থেকে মুক্ত৷ আল্লাহ তায়ালা বলেনঃ
هُوَ الْاَوَّلُ وَالْاٰ خِرُ وَالظَّا هِرُ وَالْبَـا طِنُ  وَهُوَبِكُلِّ شَىْءًٍ عَلِيْمٌ٥

অর্থঃ তিনিই প্রথম তিনিই শেষ৷ তিনিই প্রকাশ্য তিনিই গোপন এবং তিনি সর্ব বিষয়ে সম্যক অবহিত৷
(সূরা আল হাদিদ আয়াত ৩)
অন্যত্র মহান আল্লাহ বলেনঃ
اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّاهُوَ  اَلْحَىُّ الْقُيُّوْمُ   لَا تَاْخُذُهُ سِنَتٌ وَّلَانَوْمٌ  لَهُ مَافِى السَّمَوَتِ وَمَافِى الْاَرْضِ

অর্থঃ তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নেই৷ তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক৷ তন্দ্রা বা নিদ্রা তাঁকে কখনোই স্পর্শ করতে পারে না৷ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তাঁর অধীন৷
(সূরা আল বাকারা আয়াত ২৫৫)

ইসলাম
ইসলাম

আল্লাহ তায়ালা সকল গুণের আধার৷ সকল গুণ তাঁর মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান৷ তিনি সৃষ্টিকর্তা৷ বিশ্বজগৎ ও এর মধ্যে যা কিন্তু রয়েছে সবই তাঁর সৃষ্টি৷ তিনি রিযিকদাতা৷ সকল সৃষ্টিই রিজিকের জন্য তাঁর মুখাপেক্ষী৷ তিনিই সর্বশক্তিমান সবকিছুর নিয়ন্ত্রক৷ সকলকিছুই তাঁর পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে৷ এককথায় তিনি সর্বগুণে গুণান্বিত৷ তাঁর গুণের কোন সীমা নেই৷ 

সুন্দর ও পবিত্র নামসমূহ একমাত্র তাঁরই জন্য নির্ধারিত৷ তাঁর কতিপয় ও গুণবাচক নাম হল রহিম (পরম করুণাময় ) জাব্বার (প্রবল) গাফফার (অতি ক্ষমাশীল) বাসির (সর্বদ্রষ্টা) সামিউ (সর্বশ্রোতা) আলিউ (মহান) হাফিয (মহারক্ষক) ইত্যাদি৷

বস্তুত আল্লাহ তায়ালা তাঁর সত্তা ও গুণাবলিতে এক ও অতুলনীয়৷ তাঁর কোন শরিক নেই৷ সকল প্রশংসা তাঁরই জন্য ইবাদতের যোগ্য সত্তা একমাত্র তিনিই৷
Next Post Previous Post