সহবাসের দোয়া | সহবাসের দোয়া বাংলায়
সহবাসের দোয়া আরবিতে?
বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা"![]() |
সহবাসের দোয়া |
সহবাসের দোয়া বাংলায়?
অর্থঃ আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ! আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো এবং আমাদের কে তুমি যা দান করবে (এখানে সন্তানের কথা বলা হয়েছে) তা থেকে শয়তানকে দূরে রাখো।সহবাসের আগে ও পরে করণীয় | সহবাসের সুন্নতি পদ্ধতি
- সহবাসের আগে স্বামী ও স্ত্রী উভয়কে ভালোভাবে দাঁত ব্রাশ বা মিসওয়াক করে নিতে হবে।
- সহবাসের আগে স্বামী ও স্ত্রী উভয়কে ওযু করে নিতে হবে।
- বিসমিল্লাহ বলে সহবাসের দোয়া পাঠ করে সহবাস শুরু করতে হবে।
- উভয়কে সুগন্ধি বা আতর লাগিয়ে নিতে হবে।
- কেবলা মুখী হয়ে সহবাস করা যাবে না।
- সম্পূর্ণ উলঙ্গ হয়ে সহবাস করা যাবে না।
- বীর্যপাত হওয়ার সাথে সাথে স্ত্রীর কাছ থেকে সরে যাওয়া যাবে না। বরং স্ত্রীর সাথে কিছু সময় সুয়ে থাকতে হবে।
- কোনো অবস্থায় স্ত্রীর মলত্যাগের রাস্তায় সঙ্গম করা যাবে না। এইটা মহা-পাপ। কোরআন ও হাদিসে কঠরভাবে নিষেধ রয়েছে।
- নেশা করে সহবাস করা যাবে না।
- কারণ নেশা করে সহবাস করলে কেউ তৃপ্তি পাবে না।
- যার ফলে বিভিন্ন মানসিক সমস্যা হতে পারে।
- কারো উপস্থিতিতে সহবাস করা যাবে না।
- এমন কি আড়াই তিন বছরের বাচ্চার সামনেও করা যাবে না।
- স্ত্রীর হায়েয ও নেফাসের বা মাসিকের সময় সহবাস করা যাবে না।
সহবাসের দোয়া কখন পড়তে হয়?
সহবাস শুরু করার পূর্বে।স্ত্রী সহবাসের দোয়া বাংলা?
আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ! আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো এবং আমাদের কে তুমি যা দান করবে ( এখানে সন্তানের কথা বলা হয়েছে) তা থেকে শয়তানকে দূরে রাখো।শেষ কথা, এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করেছি, সহবাসের দোয়া বা সহবাসের দোয়া বাংলায় আশা করি আপনাদের উপকারে আসবে।
আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনার ছোট একটি শেয়ারে অনেকের উপকার হবে। ধন্যবাদ।